বাংলাদেশে বসবাসকারী ১০ টি উপজাতি গোষ্ঠী এবং তাদের আবাস্থল

আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন বাংলাদেশে বসবাসকারী ১০ টি উপজাতি গোষ্ঠী এবং তাদের আবাস্থল এর ৪ টি উত্তর নিচে দেয়া হলঃ-

উত্তর(১):- ১ চাকমা - পার্বত্য চট্রগ্রাম, বান্দরবন
২ গারো -ময়মনসিংহ
৩ খাসিয়া - সিলেট
৪ মনিপুরী - সিলেট
৫ সাওতাল - রাজশাহী ;রংপুর
৬ মারমা - পার্বত্য চট্রগ্রাম
৭ মপরা - বান্দরবন
৮ রাপাইন - পটুয়খালি কক্সবাজার
৯ রাজবংশী - রংপুর
১০ খ্রিয়াং - পার্বত্য চট্রগ্রাম

উত্তর(২):- ১) চাকমা - রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ২) গারো - ময়মনসিংহ ৩)সাঁওতাল - রাজশাহী ও দিনাজপুর ৪) রাখাইন - পটুয়াখালী ৫) মারমা - কক্সবাজার ৬) খুমি -বান্দরবন ৭) হাজং - বগুড়া ৮) খাসিয়া -সিলেট ৯) লুসাই- পার্বত্য চট্টগ্রাম ১০) টিপরা- রাঙ্গামাটি ও রামগড়।

উত্তর(৩):- ১। চাকমা: পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার।
২। সাঁওতাল: রাজশাহী ও রংপুর ।
৩। ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা।
৪।রাখাইন: পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী।
৫। খাসিয়া : সিলেট।
৬। গারো: সিলেট, ময়মনসিংহ।
৭। মণিপুরী : সিলেট।
৮। হাজং : সিলেট ও সুনামগঞ্জ।
৯। রাজবংশী: রংপুর, শেরপুর।
১০। পলিয়া: রংপুর, দিনাজপুর ।

উত্তর(৪):- ১.চাকমা, এদের আবাসস্থল রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান।
২.খুমি, এরা বান্দরবান জেলার রুমা, বোয়াংছড়ি ও খানচি এই তিন উপজেলায় বাস করে।
৩.চাক, এরা বান্দরবানের ৭ উপজেলায় বসবাস করে।
৪.এিপুরা, এদের পার্বত্য চট্টগ্রামে, কুমিল্লা, সিলেট, রাজবাড়ি, চাঁদপুরে আবাসস্থল।
৫. পাঙ্খো, এদের আবাসস্থল রাঙামাটি, বান্দরবান।
৬.মগ, এদের আবাসস্থল চট্টগ্রাম, খাগড়াছড়ি, পটুয়াখালী।
৭.মারমা, এদের আবাসস্থল বান্দরবান।
৮.মুরং, এদের আবাসস্থল বান্দরবান।
৯.লুসাই, এদের আবাসস্থল রাঙামাটি, সিলেট।
১০.অহমিয়া,এদের আবাসস্থল রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান।

সম্পর্কিত প্রশ্ন

প্রশ্ন: গাইবান্ধার কয়েকজন বিখ্যাত ব্যক্তি এবং তাদের পেশা

প্রশ্ন: নীলফামারী জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাদের পেশা

প্রশ্ন: বাংলাদেশে ভারতীয় সিরিয়ালের কুফল কতটুকু?

প্রশ্ন: বাংলাদেশে বহুল ব্যবহৃত দশটি প্রযুক্তির নাম

প্রশ্ন: বাংলাদেশে গাড়ি চালানোর কিছু নিয়মকানুন যা জানা জরুরি

প্রশ্ন: বাংলাদেশে জাতীয় দিবসগুলো কেন উদযাপন করা হয়?

প্রশ্ন: জনপ্রিয় দশ জন কবি ও তাদের দশটি কাব্যগ্রন্থ

প্রশ্ন: নারায়ণগঞ্জ জেলার পাঁচজন বিখ্যাত রাজনীতিবিদ এবং তাদের দল

প্রশ্ন: বাংলাদেশে কুটির শিল্পের প্রয়োজন কেন?

প্রশ্ন: বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হয়?

প্রশ্ন: বাংলাদেশে ২০০৯ সালের পিলখানা বিদ্রোহের অন্যতম পাঁচটি কারন

প্রশ্ন: শেরপুর জেলার বিখ্যাত কয়েকজন রাজনীতিবিদ ও তাদের দল?

প্রশ্ন: বাংলাদেশে প্রচলিত কিছু পরিবার ব্যবস্থা এবং জনগোষ্ঠীর নাম

প্রশ্ন: বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করার পাঁচটি বিখ্যাত সাইটের নাম লিখ।

স্বত্ব © ২০২১ - ২০২৪ ডিজিটাল আর্ন বিডি